Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে নোয়াখালী পৌরসভা

নোয়াখালী পৌরসভা বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত একটি পৌরসভা

আয়তন

নোয়াখালী পৌরসভার আয়তন ১৬.৬৬ বর্গ কিলোমিটার।

জনসংখ্যা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী নোয়াখালী পৌরসভার জনসংখ্যা ১,০৭,৬৫৪ জন।[২]

অবস্থান ও সীমানা


নোয়াখালী সদর উপজেলার উত্তরাংশে নোয়াখালী পৌরসভার অবস্থান। এ পৌরসভার পশ্চিমে কাদির হানিফ ইউনিয়নবিনোদপুর ইউনিয়ন, দক্ষিণে নোয়াখালী ইউনিয়ন,পূর্বে অশ্বদিয়া ইউনিয়ন, নিয়াজপুর ইউনিয়নকাদির হানিফ ইউনিয়নের কিছু অংশ রয়েছে; এবং উত্তরে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক এলাকা

নোয়াখালী পৌরসভায় ৯টি ওয়ার্ড রয়েছে। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম সুধারাম মডেল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭১নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৪ এর অংশ। এটি একটি শ্রেণীর পৌরসভা। ওয়ার্ডভিত্তিক নোয়াখালী পৌরসভার এলাকাসমূহ হল:


ওয়ার্ড নং অন্তর্ভুক্ত গ্রাম/মহল্লার নাম
১নং ওয়ার্ড মধুসুদনপুর, মাইজদী (আংশিক)
২নং ওয়ার্ড অনন্তপুর, চন্দ্রপুর, ফতেহপুর, মাইজদী (আংশিক)
৩নং ওয়ার্ড লক্ষ্মীনারায়ণপুর (আংশিক)
৪নং ওয়ার্ড জয়কৃষ্ণপুর, উত্তর ফকিরপুর, আলীপুর (আংশিক), কৃষ্ণরামপুর (আংশিক)
৫নং ওয়ার্ড গুপ্তাংক, হরিনারায়ণপুর, ল’ইয়ার্স কলোনি, পশ্চিম মাধুরী, পূর্ব মাধুরী, লক্ষ্মীনারায়ণপুর (আংশিক), পশ্চিম রাজারামপুর (আংশিক)
৬নং ওয়ার্ড গোপাইরামশঙ্কর, পূর্ব রামচন্দ্রপুর, সাহাপুর, উজ্জ্বলপুর, আয়ুবপুর (আংশিক), কাশীরামপুর (আংশিক)
৭নং ওয়ার্ড মধ্য করিমপুর, শ্রীপুর, তাজ মহব্বতপুর
৮নং ওয়ার্ড ছোট শ্রীপুর, মতিপুর, সোনাপুর
৯নং ওয়ার্ড মহব্বতপুর, পশ্চিম বদরীপুর, সল্লা ঘটিয়া, উত্তর লক্ষ্মীপুর, উত্তর নারায়ণপুর, জালিয়ালপুর (আংশিক)

প্রতিষ্ঠাকাল

১৮৭৬ সালে নোয়াখালী পৌরসভা প্রতিষ্ঠিত হয়।

শিক্ষা ব্যবস্থা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী নোয়াখালী পৌরসভার স্বাক্ষরতার হার ৭৪.৪৪%।[২] এ পৌরসভায় ৬টি কলেজ, ১৩টি মাধ্যমিক বিদ্যালয় এবং ২৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

কলেজ

  1. নোয়াখালী সরকারি কলেজ
  2. সোনাপুর কলেজ
  3. মাইজদী পাবলিক কলেজ
  4. ন্যাশনাল মডেল কলেজ
  5. নোয়াখালী সরকারি মহিলা কলেজ
  6. নোয়াখালী সিটি কলেজ

মাধ্যমিক বিদ্যালয়

  1. নোয়াখালী জিলা স্কুল
  2. নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
  3. মহব্বতপুর বালিকা উচ্চ বিদ্যালয়
  4. আল-ফারুক একাডেমি
  5. ব্রাদার আন্দ্রে উচ্চ বিদ্যালয়
  6. হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়
  7. পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয়
  8. অরুণ চন্দ্র উচ্চ বিদ্যালয়
  9. নোয়াখালী উচ্চ বিদ্যালয়
  10. এম. এ. রশিদ বালিকা উচ্চ বিদ্যালয়
  11. মাইজদী বালিকা বিদ্যানিকেতন
  12. আহমদিয়া মডেল উচ্চ বিদ্যালয়
  13. কালিতারা মুসলিম গার্লস একাডেমি

প্রাথমিক বিদ্যালয়

  1. পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়
  2. মাইজদী বালিকা বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়
  3. নোয়াখালী পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়
  4. অরুন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়
  5. লক্ষ্মীনারায়ণপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  6. ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  7. উত্তর মাইজদী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  8. হরিনারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  9. মাইজদী গার্লস একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  10. ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  11. খাদেমুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়
  12. কল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  13. নোয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  14. মাইজদী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  15. গোপাই সরকারি প্রাথমিক বিদ্যালয়
  16. করিমপুর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়
  17. করিমপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  18. আলহেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  19. সোনাপুর শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  20. আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  21. সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  22. মহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  23. মহব্বতপুর পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  24. জালিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  25. কালিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  26. পশ্চিম বদরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়