নোয়াখালী পৌরসভা বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত একটি পৌরসভা।
নোয়াখালী পৌরসভার আয়তন ১৬.৬৬ বর্গ কিলোমিটার।
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী নোয়াখালী পৌরসভার জনসংখ্যা ১,০৭,৬৫৪ জন।[২]
নোয়াখালী সদর উপজেলার উত্তরাংশে নোয়াখালী পৌরসভার অবস্থান। এ পৌরসভার পশ্চিমে কাদির হানিফ ইউনিয়ন ও বিনোদপুর ইউনিয়ন, দক্ষিণে নোয়াখালী ইউনিয়ন,পূর্বে অশ্বদিয়া ইউনিয়ন, নিয়াজপুর ইউনিয়ন ও কাদির হানিফ ইউনিয়নের কিছু অংশ রয়েছে; এবং উত্তরে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়ন অবস্থিত।
নোয়াখালী পৌরসভায় ৯টি ওয়ার্ড রয়েছে। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম সুধারাম মডেল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭১নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৪ এর অংশ। এটি একটি ক শ্রেণীর পৌরসভা। ওয়ার্ডভিত্তিক নোয়াখালী পৌরসভার এলাকাসমূহ হল:
ওয়ার্ড নং | অন্তর্ভুক্ত গ্রাম/মহল্লার নাম |
---|---|
১নং ওয়ার্ড | মধুসুদনপুর, মাইজদী (আংশিক) |
২নং ওয়ার্ড | অনন্তপুর, চন্দ্রপুর, ফতেহপুর, মাইজদী (আংশিক) |
৩নং ওয়ার্ড | লক্ষ্মীনারায়ণপুর (আংশিক) |
৪নং ওয়ার্ড | জয়কৃষ্ণপুর, উত্তর ফকিরপুর, আলীপুর (আংশিক), কৃষ্ণরামপুর (আংশিক) |
৫নং ওয়ার্ড | গুপ্তাংক, হরিনারায়ণপুর, ল’ইয়ার্স কলোনি, পশ্চিম মাধুরী, পূর্ব মাধুরী, লক্ষ্মীনারায়ণপুর (আংশিক), পশ্চিম রাজারামপুর (আংশিক) |
৬নং ওয়ার্ড | গোপাইরামশঙ্কর, পূর্ব রামচন্দ্রপুর, সাহাপুর, উজ্জ্বলপুর, আয়ুবপুর (আংশিক), কাশীরামপুর (আংশিক) |
৭নং ওয়ার্ড | মধ্য করিমপুর, শ্রীপুর, তাজ মহব্বতপুর |
৮নং ওয়ার্ড | ছোট শ্রীপুর, মতিপুর, সোনাপুর |
৯নং ওয়ার্ড | মহব্বতপুর, পশ্চিম বদরীপুর, সল্লা ঘটিয়া, উত্তর লক্ষ্মীপুর, উত্তর নারায়ণপুর, জালিয়ালপুর (আংশিক) |
১৮৭৬ সালে নোয়াখালী পৌরসভা প্রতিষ্ঠিত হয়।
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী নোয়াখালী পৌরসভার স্বাক্ষরতার হার ৭৪.৪৪%।[২] এ পৌরসভায় ৬টি কলেজ, ১৩টি মাধ্যমিক বিদ্যালয় এবং ২৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
কলেজ
মাধ্যমিক বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS